মাক্কী ও মাদানী সূরা


মাক্কী সূরা ৮৬ টি। নিম্নে সূরাগুলোর তালিকা দেয়া হলো।

১. আল ফাতিহা 
২. আল-আনয়াম 
৩. আল- আ’রাফ 
৪. ইউনুস 
৫. হুদ 
৬. ইউসুফ 
৭. ইবরাহীম 
৮. আল-হিজর 
৯. আন-নাহল 
১০. বনী ইসরাঈল
১১. আল-কাহাফ 
১২. মারইয়াম 
১৩. ত্বহা
১৪. আল- আম্বিয়া 
১৫. আল-মু’মিনূন 
১৬. আল-ফুরকান 
১৭. আল-শুয়ারা 
১৮. আল-নামল 
১৯. আল-কাসাস 
২০. আল-আনকাবুত 
২১. আর-রুম
২২. লুকমান 
২৩. আস-সাজদাহ 
২৪. সাবা 
২৫. ফাতির 
২৬. ইয়াসীন 
২৭. আস-সাফফাত
২৮. সোয়াদ 
২৯. আয-যুমার 
৩০. আল মু’মিন 
৩১. হা- মীমআস-সাজদাহ
৩২. আশ-শূরা 
৩৩. আয্-যুখরুফ 
৩৪. আদ-দোখান
৩৫. আল জাসিয়া 
৩৬. আল-আহকাফ 
৩৭. কাফ 
৩৮. আয-যারিয়াত 
৩৯. আত-তুর 
৪০. আল-নাজম
৪১. আল-কামার 
৪২. আর-রহমান 
৪৩. আল-ওয়াকিয়া
৪৪. আল-মুলক 
৪৫. আল-কালাম 
৪৬. আল- হাক্কাহ 
৪৭. আল-মায়ারিজ 
৪৮. নূহ
৪৯. আল-জ্বিন
৫০. আল-মুয্যাম্মিল 
৫১. আল-মুদ্দাসসির
৫২. আল কিয়ামাহ
৫৩. আদ দাহর 
৫৪. আল-মুরসালাত 
৫৫. আন- নাবা
৫৬. আন-নাযিয়াত
৫৭. আবাসা
৫৮. আত-তাকভীর 
৫৯. আল-ইনফিতার
৬০. আল-মুতাফফিফীন 
৬১. আল-ইনশিকাক
৬২. আল-বুরুজ 
৬৩. আত-তারিক
৬৪. আল-আ’লা
৬৫. আল-গাশিয়া
৬৬. আল-ফাজর
৬৭. আল-বালাদ 
৬৮. আশ-শামস
৬৯. আল-লাইল
৭০. আদ্-দোহা
৭১. আলাম-নাশরাহ 
৭২. আত-ত্বীন 
৭৩. আল-আলাক 
৭৪. আল-কদর 
৭৫. আয-যিলযাল
৭৬. আল-আদিয়াহ
৭৭. আল-কারিয়াহ
৭৮. আত-তাকাসুর
৭৯. আল-আসর 
৮০. হুমাযাহ 
৮১. আল-ফীল 
৮২. কুরাইশ
৮৩. আল-কাউছার
৮৪. আল-কাফিরুন
৮৫. লাহাব 
৮৬. আল-ইখলাস 

 মাদানী সূরা ২৮টি। নিম্নে সূরাগুলোর তালিকা দেয়া হলো।

১. সূরা আত-তাওবাহ
২. সূরা আত-তাগাবুন
৩. সূরা আত-তালাক
৪. সূরা আত-তাহরীম
৫. সূরা আত-তূর
৬. সূরা আদ-দাহর
৭. সূরা আন-নিসা
৮. সূরা আন-নূর
৯. সূরা আর-রাদ
১০. সূরা আর-রাহমান
১১. সূরা আল-আনফাল
১২. সূরা আল-আহযাব
১৩. সূরা আল-ইমরান
১৪. সূরা আল-জুমুআ
১৫. সূরা আল-ফাতহ
১৬. সূরা আল-বাকারা
১৭. সূরা আল-মায়িদাহ
১৮. সূরা আল-মুজাদালাহ
১৯. সূরা আল-মুনাফিকুন
২০. সূরা আল-মুমতাহিনাহ
২১. সূরা আল-হাদীদ
২২. সূরা আল-হাশর
২৩. সূরা আল-হুজুরাত
২৪. সূরা আস-সাফ
২৫. সূরা নাসর
২৬. সূরা ফালাক
২৭. সূরা নাস
২৮. সূরা মুহাম্মদ
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url