বাংলাদেশের পাখিদের জীবন কাহিনী

 পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির অংশ। পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে চেনা যায়। বাংলাদেশে আছে ৬৪টি প্রজাতির ৬০০ পাখি। এর মধ্যে স্থানীয় পাখির সংখ্যা ৪০০, অতিথি পাখি ২০০। বাংলাদেশের পাখিগুলো হলো দোয়েল, চড়ুই, টুনটুনি, বুলবুলি, পানকৌড়ি,


 শালিক, খঞ্জন, জলময়ূর, ভালুক, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই, জলপিপি ইত্যাদি। পাখি আমাদের অনেক উপকার করে। অধিকাংশ পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ রক্ষা করে। কিছু কিছু পাখি বর্জ্য খেয়ে পরিবেশ দূষণ থেকে আমাদের বাঁচায়। এরা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু।

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url